ঘূর্ণিঝড় ‘ফেনগাল’ দূরে সরলেও একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাধিক গ্রাম। গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে চাপা পড়লেন এক পরিবারের সাতজন সদস্য। ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। সূত্রের খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবন্নামলইতে। একটানা তুমুল বৃষ্টির জেরে ধস নামে পাহাড়ি এলাকায়। ধসে পড়ে পরপর তিনটি বাড়ি। পালানোর সুযোগ পাননি অনেকেই। ঘুমের মধ্যেই ধসে চাপা পড়েন এক পরিবারের সাতজন। তাঁদের মধ্যে পাঁচজন শিশু। এখনও পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ভারী বৃষ্টিতে আবারও ধস নামার আশঙ্কায় কিছুক্ষণ উদ্ধারকাজ বন্ধ ছিল। ভোর থেকে আবারও উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত নিখোঁজ সাতজনকে উদ্ধার করা যায়নি।