দেশ

প্রথম পোস্টিংয়ে যোগ দেওয়ার পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু আইপিএস অফিসারের

প্রথম পোস্টিংয়ে যোগ দেওয়ার পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক আইপিএস অফিসারের। মৃত যুবকের নাম, হর্ষবর্ধন। ২০২৩ সালের আইপিএস ব্যাচে ছিলেন তিনি। সূত্রের খবর, সোমবার পুলিশ জানিয়েছে, রবিবার কর্নাটকের হাসান জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সি আইপিএস অফিসার হর্ষবর্ধনের। হাসান-মাইসুরু হাইওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারান তাঁর গাড়ির চালক। টায়ার ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাড়িতে, পরে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। মাথায় গুরুতর চোট পান হর্ষবর্ধন। অতিরিক্ত রক্তপাতের পর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। আহত গাড়ির চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ আরও জানিয়েছে, কর্নাটকের মাইসুরুতে গত চার সপ্তাহ ধরে প্রশিক্ষণ নিচ্ছিলেন হর্ষবর্ধন। হাসান জেলায় প্রথম পোস্টিং পেয়েছিলেন। আজ, সোমবার সহকারী পুলিশ সুপার হিসাবে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। চাকরিতে যোগ দেওয়ার আগেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২৬ বছরের তরুণ আইপিএস অফিসারের। আইপিএসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।