দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। দাবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ম্যাচের ১৪তম খেলায় হোল্ডার ডিং লিরেনকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হন। দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। ১৮ বছর বয়সে গুকেশ বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় হয়েছিলেন। রাশিয়ার কিংবদন্তি গ্যারি কাসপারভের রেকর্ড ভাঙলেন গুকেশ। ১৯৮৫ সালে, কাসপারভ ২২ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ছিলেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ২০২৪-এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডি গুকেশ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং চিনা দাবা মাস্টার ডিং লিরেনের বিরুদ্ধে। শিরোপা অর্জনের ম্যাচে, ডি গুকেশ ১৪ তম গেমে ডিং লিরেনকে পরাজিত করে শিরোপা দখল করে। ডি গুকেশ কালো টুকরো নিয়ে ডিং লিরেনের বিপক্ষে খেলেছেন। ভারতীয় যুবকরা পুরো ম্যাচে তাদের শক্তিশালী খেলা প্রদর্শন করে এবং প্রতিটি খেলায় চিনা খেলোয়াড়দের পরাজিত করেছে। শেষ পর্যন্ত, ডি গুকেশ চিনের রাজত্বের অবসান ঘটিয়ে নতুন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। এই জয়ে উচ্ছ্বসিত দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলে গুকেশের সাফল্যকে ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক বলে বর্ণনা করেছেন। এই অনবদ্য কীর্তির জন্য গুকেশকে অভিনন্দন জানিয়ে মোদি লেখেন, অতুলনীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্প থাকাতেই এই ফলাফল হয়েছে। এই জয় শুধু তাঁর নাম দাবার ইতিহাসেই খোদাই করল না, বহু তরুণকে স্বপ্ন দেখতে, শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করল। অন্যদিকে পার্লামেন্টের বিরোধী দল নেতা রাহুল গান্ধি লেখেন, গুকেশ গোটা দেশকে গৌরবান্বিত করলেন। ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন অনবদ্য কীর্তি। তাঁর আবেগ, কঠোর পরিশ্রম, দৃঢ়চেতা মনোভাবে স্পষ্ট, যে কোনও কিছুই সম্ভব। অভিনন্দন চ্যাম্প!