কলকাতা

গল্ফগ্রিনে আবর্জনার স্তূপে মহিলার কাটা মুন্ডু

সাতসকালে মহিলার কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গল্ফগ্রিন এলাকায় ৷ রাস্তার ধারে আবর্জনার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছে ৷ প্রাতঃভ্রমণকারীদের নজরে প্রথম বিষয়টি আসে ৷ ঘটনায় রিজেন্ট পার্ক থানার পুলিশের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে ৷ পুলিশ মহিলার দেহের বাকি অংশের খোঁজ শুরু করেছে ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, “এক মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় কারা যুক্ত এবং মহিলার দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই, স্থানীয় থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷”