কলকাতা

আরজিকর কাণ্ডে জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল

আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও৷ এ দিন শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে যান অভিজিৎ৷ একই সঙ্গে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও৷ গ্রেফতারির ৯০ দিন পরেও সিবিআই দু জনের বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দেন বিচারক৷ সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর এখনই জেল মুক্তি ঘটছে না৷ তবে অভিজিৎ মণ্ডল শুধু ধর্ষণ এবং খুন মামলায় তথ্য প্রমাণের লোপাটে অভিযুক্ত ছিলেন৷ তাই জামিন পাওয়ায় জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল৷ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে সন্দীপ ঘোষ সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও৷ তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷