কলকাতা

এক ধাক্কায় পারদ পতন কলকাতায়, জাঁকিয়ে শীত উত্তরবঙ্গেও, শৈত্যপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়

এক ধাক্কায় পারদ পতন । শহরে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি।  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। তিন জেলায় থাকবে শৈত্যপ্রবাহ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। অন্যদিকে জাঁকিয়ে শীতের স্পেল উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। কুয়াশার সম্ভাবনা  দার্জিলিং সহ উত্তরবঙ্গে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি  উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। এর মধ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায়। এই পরিস্থিতিতে এই ৭ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শীতের অনুভূতি থাকলেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না।