ফের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরি এলাকা ৷ অভিযোগ, দেরাদুন থেকে লখনউগামী বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী । এতে ট্রেনের একটি বগির কাঁচ ভেঙে গিয়েছে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা । রেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা ২০মিনিটে এই ঘটনাটি ঘটে । ট্রেনের টেকনিশিয়ানরা বিষয়টি জিআরপি ও আরপিএফকে জানান । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ দল । রেলওয়ের স্কোয়াড দলও পৌঁছয় । দলগুলি জানায়, এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি । বগিতে থাকা যাত্রীরা জানান, ট্রেন নিজস্ব গতিতে চলছিল । এ সময় বিকট শব্দ হয় ৷ তারপরেই দেখা যায়, জানালার কাঁচ ভেঙে গিয়েছে । রেল আধিকারিকদের মতে, বন্দে ভারত ট্রেনটি (২২৫৪৬) দেরাদুন থেকে লখনউ যাচ্ছিল । রাত ১০টা ২০ মিনিটে দুষ্কৃতীরা মোরাদাবাদ রেলওয়ে ডিভিশনের কাকোরির কাছে ট্রেনে পাথর ছোঁড়া হয় । এতে ৩৪ নম্বর কোচের জানালার কাঁচ ভেঙে যায় । তাতেই শোরগোল পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে ৷ চিৎকার চেঁচামেচি করতে থাকেন সকলে । নতুন করে যদি আবার পাথর ছোঁড়া হয় এই ভয়ে কিছু যাত্রী তাদের আসন ছেড়ে উঠে পড়েন ।