দেশ

বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

আজ বিজয় দিবস ৷ 1971 সালের আজকের দিনই পাকিস্তানি সেনাকে হারিয়ে পূর্ব পাকিস্তানের পরিবর্তে জন্ম হয়েছিল বাংলাদেশের ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর দুই দেশে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতে আসেন বাংলাদেশ সেনার 8 জন আধিকারিক ৷ অন্যদিকে, ঢাকায় পৌঁছন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 8 ভারতীয় সেনা ৷ বাংলাদেশ প্রশাসন ও ঢাকায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ঢাকা ও কলকাতায় অনুষ্ঠিত বিশেষ এই অনুষ্ঠানে যোগদানকারী উভয় দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দু’জন সেনাকর্তা ৷ এদিকে, বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, “1971 সালের যুদ্ধে যাঁরা অদম্য সাহসিকতার সঙ্গে ভারতের জন্য় জয় নিশ্চিত করেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই ৷” শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, “1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে বীর সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই ৷” এক্স হ্যান্ডলে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ৷

https://twitter.com/narendramodi/status/1868498120096772506