ইভিএম নিয়ে অভিযোগ অনেক দিনের। অনেকেই ইভিএম-এর সাহায্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। অভিযোগ ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই হেরে যাওয়া দলের তরফে। তবে পৃথিবীর প্রথম বিশ্বের দেশগুলিতে কিন্তু ইভিএম নয়, ভোট হয় ব্যালট পেপারেই। এবার ইভিএম নিয়ে ব্যক্তিগত মত প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মতে, যাঁরা ইভিএমে অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের উচিত নির্বাচন কমিশনের কাছে গিয়ে এ নিয়ে ডেমো প্রদর্শন করা। তাঁদের উচিত প্রমাণ হিসেবে ভিডিও দেখানো। কমিশন সবাইকে এর জন্য ডাকও দিয়েছে। তৃণমূল সাংসদ আরও বলেন, “যদি ইভিএম র্যান্ডমাইজেশনের সময় কেউ ভালো করে কাজ করে, পরীক্ষামূলক ভোটগ্রহণ করা হয় এবং ১৭সি ফর্ম খতিয়ে দেখা হয়, তাহলে আমার মনে হয় না এই ধরনের অভিযোগে কোনও সারবত্তা আছে। কিন্তু এ নিয়ে দু’ তিনটে মন্তব্য করে কোনও লাভই হবে না।” অভিষেক বলেন, “যদি কারও মনে হয় ইভিএমে কারচুপি করা যেতে পারে তাহলে নির্বাচন কমিশনে প্রমাণাদি সহ প্রতিনিধি দল পাঠানো উচিত। যদি মনে হয় ম্যালওয়ার বা কোনও প্রযুক্তি আছে যা ইভিএম হ্যাক করতে পারে তার প্রমাণ দেখানো উচিত। যদি তা দেখানো না যায় তাহলে এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি অথবা আন্দোলন করা যেতে পারে।” বোঝাই যাচ্ছে, ইভিএমে কারচুপির অভিযোগকে খুব একটা আমল দিতে চাইছেন না তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’।