বিদেশ

মার্কিন স্কুলে ফের বন্দুকবাজের হামলা, চলল গুলি, মৃত ৩

মার্কিন মুলুকের স্কুলে ফের বন্দুকবাজের হামলা ৷ ফের চলল গুলি ৷ উইসকনসিনের একটি খ্রিস্টান স্কুলে সোমবার এক ছাত্র একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ৷ ক্রিসমাসের ছুটির ঠিক আগে এই ঘটনায় একজন শিক্ষক এবং অন্য ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 6 জন ৷ বন্দুকধারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ঘটনাটিকে ‘মর্মান্তিক এবং অকল্পনীয়’ অভিহিত করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এই ধরনের ঘটনা কখনও গ্রহণযোগ্য নয় ৷ আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার আঘাত থেকে রক্ষা করতে অক্ষম । আজ, ম্যাডিসন, উইসকনসিনের পরিবারগুলি, অ্যাবন্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে নিহত ও আহতদের হারিয়ে শোকাহত । এটা মর্মান্তিক এবং অসংবেদনশীল । আমাদের কংগ্রেসকে এখনই পদক্ষেপ করতে হবে ৷”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিউটাউন থেকে উভালদে, পার্কল্যান্ড থেকে ম্যাডিসন, এমন আরও অনেক গুলি চালানোর ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি ৷ এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় যে, আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার হাত থেকে রক্ষা করতে পারছি না । আমরা এটিকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারি না । প্রতিটি শিশুটি তাদের শ্রেণিকক্ষে নিরাপদবোধ করার অধিকার রয়েছে ৷”

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস জানিয়েছেন, কিশোর সন্দেহভাজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । সন্দেহভাজন ওই স্কুলের ছাত্র বলে মনে করা হচ্ছে ৷ ফায়ার চিফ ক্রিস কার্বন জানিয়েছেন, সোমবার উইসকনসিনের ম্যাডিসন স্কুলে এই গুলির ঘটনায় অন্তত 7 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

শোন বার্নস জানান, বন্দুকধারী অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে আরও 6 জনকে আহত করেছে, যার মধ্যে দু’জন ছাত্রের আঘাত গুরুতর ছিল । একজন শিক্ষক এবং তিন জন ছাত্রের অপেক্ষাকৃত কম আহত হয়েছিল ৷ এদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাদের মধ্যে দু’জনকে সোমবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে ।