কলকাতা

কলকাতায় ফের একাধিক জায়গায় ইডি-র হানা

দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সকালই চলল ইডির অভিযান। ৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল ৷ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ। তবে শুরুতেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা ৷ বাড়ির গেটের সামনেই এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে । জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।