দেশ

প্য়ালেস্তাইনের পর বাংলাদেশ, ব্যাগ কাঁধে নিয়ে প্রতিবাদ প্রিয়াঙ্কাদের

বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে সরব ভারত ৷ এবার সেই ঘটনার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের সাংসদরা ৷ বাংলাদেশে নির্যাতিত হিন্দু ও খ্রিস্টানদের ন্যায়বিচার দাবিতে অভিনব প্রতিবাদ জানালেন প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের বাকি সাংসদরা । সাংসদরা ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও’ লেখা হ্যান্ডব্যাগ নিয়ে প্রতিবাদ করেন । পাশাপাশি, সেদেশে সংখ্যালঘুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি স্লোগানও দেন তাঁরা । একটি ক্রিম কালারের হ্যান্ডব্যাগের উপর “বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও” লেখা ব্যাগ কাঁধে প্রতিবাদ করতে দেখা যায় ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে ৷ গণঅভ্যুথানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে একাধিকবার ৷ সেই সমস্ত ঘটনার আঁচ ছড়িয়েছে ভারতেও ৷ প্রতিবাদে বিভিন্নপ্রান্তে বিক্ষোভও দেখিয়েছে ভারতের নাগরিকরা ৷