লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল ‘এক দেশ এক ভোট’ বিল। মঙ্গলবার সংসদে দুপুর ১২টায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হয় ইন্ডিয়া জোটের সাংসদদের। বিরোধীদের হইহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল নিয়ে আলোচনার পর পাসের জন্য ভোট হচ্ছে। প্রথমবারের মতো লোকসভায় ইলেকট্রনিক ভোটিং হচ্ছে। বিলের পক্ষে বেশি ভোট পড়েছে। বিলের পক্ষে মোট ২২০টি এবং বিপক্ষে ১৪৯টি ভোট পড়ে। মোট ৩৬৯ জন সদস্য তাদের ভোট দিয়েছেন। এরপর বিরোধী দলের সদস্যরা আপত্তি তোলেন। বিরোধীদের বক্তব্য, এই বিল সংবিধানে আঘাত হানবে। দেশে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী সাংসদরা মনে করছেন এই বিল সংবিধানের পরিপন্থী।