আজ নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক। নবান্ন সভাঘরে বিকেলে হবে এই বৈঠক বলে খবর। বৈঠকে উপস্থিত থাকতে চলেছে অর্থ, পরিবহণ, বিদ্যুৎ-সহ ১৭ টি দফতরের আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত মন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকাও বাধ্যতামূলক বলে দাবি করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।