দেশ

ছত্তীসগড়ের বালোদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৭, আহত ৬

ছত্তীসগড়ের বালোদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৭ জন। আহত ৬ জনের চিকিৎসা চলছে। আজ সকালে ভানুপ্রতাপপুর-দল্লীরাজহরা রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছিল, বাকি ১ জনের চিকিৎসার সময় মৃত্যু হয়েছে। জানা গিয়েছে যে, ৭ সিটার জায়লো গাড়িতে ১৩ জন যাত্রী ছিল। জেলার ডাউন্ডি থানার অন্তর্গত চোরহাপড়ার কাছে একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, গাড়ির পুরো অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ১৩ জন গাড়ির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টের পর তাদের উদ্ধার করে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়, তাদের মধ্যে ১ জন শিশু, ৪ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিলেন। অন্য ৭ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে ডাউন্ডি সোসাইটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থা হওয়ায় তাদের রাজনন্দগাঁও জেলা হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে ১ জন চিকিৎসার সময় মারা গিয়েছেন। জানা গিয়েছে যে, গাড়ির যাত্রীরা নামকরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর ডাউন্ডি থেকে গুরেদা ফিরে আসছিলেন। এ সময় ডাউন্ডি থানার চোরহাপড়ায় একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে আঘাত করে। গাড়িতে থাকা সকল যাত্রী বালোদ, মহাসমুন্দ এবং কাভার্ধা এলাকার বাসিন্দা।