সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আগামী ২ দিনে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আরও সুস্পষ্ট হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এটি বর্তমান অবস্থান থেকে আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে তামিলনাড়ু উকূলের দিকে। তবে এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ওপরেও। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিক। এদিকে আজ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর আগে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল।