জেলা

বিরল প্রজাতির বিষধর সাপ পাচারের চেষ্টা, সুন্দরবনে গ্রেফতার পাচারকারী

ডায়মন্ড হারবারঃ পাচারের আগেই বেশ কিছু বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার করল বন দফতর।  পাশাপাশি পাচারচক্রে জড়িত চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।  বাজেয়াপ্ত করা হয়েছে বহুমূল্যের সাপের বিষও।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এক নম্বর জেটিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় রামগঙ্গা ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা।  আটক করে তল্লাশি চালানো হয় ওই পাচারকারীদের।  এরপরই গ্রেফতার করা হয় চারজনকে।  তবে পাচারচক্রের আরও কয়েকজন তল্লাশি অভিযান চলাকালীন পালিয়ে যায় বলে সূত্রের খবর।  গ্রেফতার হওয়া চার পাচারকারী মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলার বাসিন্দা।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি বিরল প্রজাতির কেউটে-সহ মোট পাঁচটি বিষধর সাপ।  বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু শিশি ভরতি সাপের বিষও। যার মূল্য কয়েক লক্ষ টাকা।  রেঞ্জ অফিসের এক আধিকারিক জানান, বেশ কিছুদিন ধরেই তাদের কাছে খবর আসছিল সুন্দরবনের গভীর জঙ্গল থেকে নানা প্রজাতির বিষধর সাপ পাচার হয়ে যাচ্ছে।  পাচারচক্রের কারবারীরা সুন্দরবন থেকে এই বিরল প্রজাতির সাপগুলি ধরে তার বিষদাঁত ভেঙে বিষ সংগ্রহ করে। তারপর সেই বিষ লক্ষ লক্ষ টাকা মূল্যে বিদেশে পাচার করে দেয়।ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করে মঙ্গলবার তাদের কাকদ্বীপ আদালতে তোলা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া ওই বিষধর সরীসৃপ গুলিকে এদিন সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেয় বনদফতর।