বারাসতের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িরপুকুর এলাকার বন্ধ ঘর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সঙ্গীতা দাশগুপ্ত (৪২)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসত থানার পুলিস। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সঙ্গীতা। এখানে একাই থাকতেন। বাড়ির লোকজন চিকিৎসা করানোর কথা বললেও গুরুত্ব দিতেন না। গত তিনদিন ধরে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। এরপর এদিন তাঁর আত্মীয়রা এসে ডাকাডাকি করেন। উত্তর না পাওয়ায় জানালা দিয়ে দেখেন, বিছানায় পড়ে রয়েছেন তিনি। ঘরে টিভি চলছে। পুলিস দরজা ভেঙে দেহ উদ্ধার করে।