জেলা

দুলাল সরকার খুনে গ্রেফতার তৃণমূল শহর সভাপতি, ধৃতের সংখ্যা বেড়ে ৭

মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে গ্রেপ্তার তৃণমূলের শহর সভাপতি। মঙ্গলবার সকাল থেকে টানা জেরার করার পরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছ শহরেরই বাসিন্দা স্বপন শর্মাকেও। তৃণমূল কাউন্সিলর খুনে এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে খুনের কারণ স্পষ্ট নয় এখনও। মঙ্গলবার চার সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। তৃণমূল নেতা খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হিন্দি সেলের মালদহ জেলা সভাপতি নরেন্দ্রনাথকে ডেকে পাঠায় পুলিশ। তলব করা হয় তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংরেজবাজার থানায় এ দিন দুপুর থেকেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জিজ্ঞাসাবাদের পর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথকে। তাঁর দুই ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই বিষয়ে বীরেন্দ্রনাথ বলেন, ”এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই। আমাদের ফাঁসানো হচ্ছে। তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।”