দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ এই আবহে শিশমহল বিতর্কে উত্তেজনা রাজধানীতে ! মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়লেন আপের নেতারা ৷ বলপূর্বক এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র সঞ্জয় সিং এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ৷ প্রতিবাদে দলের নেতা-কর্মীদের সঙ্গে ধর্নায় বসে পড়েন তাঁরা ৷ কিছুক্ষণ পর সেখান থেকে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল এগোতে শুরু করে ৷ যদিও রাস্তায় ফের তাঁদের পুলিশি বাধার মুখে পড়তে হয় ৷ বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লিবাসীর অর্থে শিশমহল তৈরি করেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷ মঙ্গলবার বিজেপির সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতাদের সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘুরে দেখার আহ্বান জানান সঞ্জয় সিং ৷ বুধবার সকাল ১১টায় সেই মতো মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান চালান আপ নেতারা ৷ কিন্তু, বাসভবনের কাছাকাছি পৌঁছতেই ব্যারিকেড করে তাঁদের আটকে দেয় পুলিশ ৷ এরপর বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিতর্ক চলে আপ নেতাদের ৷ এমনকী, সৌরভ ভরদ্বাজকে বলেন, “আমি একজন মন্ত্রী ৷ আমি তদন্তের জন্য এসেছি ৷ কার অনুমতিতে আমাদের বাধা দেওয়া হচ্ছে ?” এরপর সেখানেই ধর্নায় বসে পড়েন আপের নেতা-মন্ত্রীরা ৷ পরে কথামতো মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে এগোতে থাকেন সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ ৷ ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী শিশমহল বক্তব্য থেকে ৷ সম্প্রতি দিল্লির আপ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি নিজের জন্য একটা কাচের মহল (শিশমহল) বানাতেই পারতাম ৷ কিন্তু আমার একমাত্র স্বপ্ন, দেশবাসী থাকার জন্য ঠিকঠাক ঘর পাক ৷ এরা (আপের নেতা-সমর্থকরা) দুর্নীতি করে তারপর সেটাকে গৌরবের কাজ বলে রটিয়ে বেড়ায় ৷” শনিবার প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লিবাসীর অর্থ দিয়ে নিজের জন্য ৫০ কোটির শিশমহল নির্মাণ করেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷”