প্রতি বছরের মতো এবারও বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে বৃহস্পতিবার রাজ্যের প্রথম ইলেকট্রিক ভেসেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে এই মেলা চলবে। ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণে আসা তীর্থযাত্রী এবং সাংবাদিকদের জন্য জীবনবীমা-সহ ইতিমধ্যে প্রশাসনের তরফে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা বিভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগর মেলায় আসছেন তারা ধীরে ধীরে আসুন এখান থেকে ট্রেন বা বাসের মাধ্যমে গঙ্গাসাগরে যান ৷ পুণ্যস্নান করে ফিরে আসুন । প্রতি বছরের মতো সরকার বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর বিভিন্ন জায়গায় তীর্থযাত্রীদের জন্য হেল্প ডেস্ক তৈরি করেছে ।”