দেশ

বক্স খাটের ভিতর থেকে উদ্ধার ৩ শিশুর দেহ, একই পরিবারের ৫জন খুন, তদন্তে পুলিশ

পরিবারের 5 জনকে খুন ৷ শিশুদেরও রেয়াত করেনি দুষ্কৃতীরা ৷ খুন করে 3 শিশুকে বক্স খাটের ভিতর রেখে দেওয়া হয় ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে ৷ তদন্ত শুরু করছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মেরঠের লিসাদি গেট এলাকায় 3 সন্তান ও স্ত্রী’কে নিয়ে থাকতেন মোইন নামের এক ব্যক্তি ৷ বুধবার এই পরিবারের কোনও সদস্যকে দেখতে পাননি প্রতিবেশীরা ৷ আত্মীয়রাও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ বৃহস্পতিবার চিন্তিত হয়ে দাদার বাড়ি পৌঁছন মঈনের ছোট ভাই সেলিম ও তাঁর স্ত্রী ৷ কিন্তু তাঁরা দেখেন বাড়িতে তালা দেওয়া রয়েছে ৷ স্থানীয়দের জিজ্ঞাসা করে মঈনের ভাই জানতে পারেন বুধবার থেকেই এলাকায় তাঁদের কাউকে দেখা যায়নি ৷ সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন সেলিম ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ ঘরে তালা দেওয়া রয়েছে দেখে সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করেন পুলিশকর্মীরা ৷ ঘরের ভিতরে তাঁরা দেখেন মাটিতে পড়ে রয়েছে মঈন ও তাঁর স্ত্রী আসমার দেহ ৷ আর 8 বছরের আফসা, 4 বছরের আজিজা এবং 1 বছরের আদিবার দেহ পড়ে রয়েছে বক্স খাটের ভিতরে ৷ ঘরের সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ এরপর ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে মেরঠ পুলিশ ৷