মধ্যরাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ২ জনের ৷ এই ঘটনায় আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝিপাড়ায় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ভোরবেলা তাদের কাছে খবর আসে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ায় একটি বাড়িতে আগুন লেগেছে ৷ আর বাসিন্দারা বাড়ির ভিতরেই আটকে রয়েছেন ৷ দ্রুত খবর দেওয়া হয় দমকলকে ৷ পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বাড়ির ভিতর থেকে পাঁচজন সদস্য়কে উদ্ধারও করা হয় ৷ জানা গিয়েছে, তাঁদের উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দু’জনে মৃত ঘোষণা করা হয় ৷ বাকি তিনজনকে দুর্গাপুরের একটি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ এই ঘটনায় মৃতদের নাম নিতাই পাল এবং মিনা পাল ৷