বিজেপি বিধায়কের (BJP MLA) বিড়ির ব্যবসা। তাঁর সেই ব্যবসার সঙ্গী আরও একজন। তাঁরা দু’জন মিলে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন! এমন অভিযোগে বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বিধায়কের বাড়িতে পা দিতেই চক্ষু চড়ক গাছ আয়কর দপ্তরের। শুধু নগদ টাকা, গয়না বা বিদেশি গাড়িই নয়, বাড়িতে পুকুর তৈরি করে ৩ টি কুমির পোষেন বিজেপির প্রাক্তন বিধায়ক। ঘটনা সামনে আসতেই শুরু হল শোরগোল। টাকার ওপর টাকা, যেন সিলিং ছুঁতে চায়। এক্কেবারে টাকার পাহাড়। বিপুল পরিমাণ সোনা, দামি বিদেশি গাড়ি, কী নেই তাঁর সম্পত্তির তালিকায়। মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌরের বাড়িতে তল্লাশি করে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় আয়কর দফতরের কর্তাদের। টাকা, গয়না, গাড়ি, এসব তো বহু নেতারই বাড়িঘর থেকে উদ্ধার হয়। কিন্তু এই বিজেপি বিধায়কের বাড়ি থেকে এমন কিছু উদ্ধার হল, যা দেখে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা। বিড়ির ব্যবসায়ী বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ আর তাঁর বিজনেস পার্টনার কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। তিনি নির্মাণ ব্যবসার সাথেও জড়িত ছিলেন।প্রায় ৫ দিন ধরে চলছে তল্লাশি। দুজনের বাড়িতেই মজুত ছিল বিপুল পরিমাণ সোনা। তবে সবথেকে আশ্চর্য করেছে বিজেপি বিধায়কের বাড়ির পুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি কুমির । এটা কি শুধুই শখ ? নাকি এর পিছনে অন্য রহস্য ? ধন্দে তদন্তকারীরা ! আয়কর দফতর সূত্রে খবর, মোট ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তার তদন্তেই গত রবিবার আয়কর দফতর হানা দেয় প্রাক্তন বিজেপি বিধায়ক ও তার ব্যবসায়িক সহযোগীর বাড়িতে। কেশরওয়ানির বাড়িতে, অফিসাররা বেশ কয়েকটি বেনামে আমদানি করা গাড়িরও খোঁজ পেয়েছেন। কেশরওয়ানি সেগুলি নিজের নামে রাখেননি, পরিবারের অন্যদের নামে রেখেছিলেন। আয়কর বিভাগ পরিবহন দফতরের কাছ থেকে গাড়িগুলির বিষয়ে তথ্য চেয়েছে। তারা কীভাবে এই গাড়িগুলি কিনেছিল, তার খোঁজ চলছে।