নারী নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক নীতি ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি পাঠাল বিশিষ্টজনদের সংগঠন নাগরিক চেতনা। চিঠির প্রতিলিপি পুলিশ কমিশনার সহ রাজ্যের একাধিক মন্ত্রীকেও পাঠানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পরিচালক অর্পণা সেন । আলোচনায় উঠে আসে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা, নিরাপদ গণ পরিবহন, পুলিস ব্যবস্থার সংস্কার, বিদ্যালয়ে সচেতনতার প্রশিক্ষণ সংক্রান্ত দাবি। অপর্ণা সেন বলেন, ‘আমাদের রাজ্যে নারী নিরাপত্তার স্বার্থে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এটা করছি। কোনও দল বা সরকারের পক্ষে বিপক্ষে নয়। যাদের হাতে প্রশাসন তাদের বলা এমন ভাবে চলবেনা। আমরা পরিকাঠামোয় কিছু বদল চাইছি’। তিনি আরও বলেন, ‘আর জি করের ঘটনার পর আমাদের সকলের মনে একটা সাংঘাতিক অভিঘাতের তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সকলেই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। সেই থেকেই ভাবনার সূত্রপাত যে, আমাদের রাজ্যে কী এমন করতে পারি আমরা যাতে নারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত হয়। আর জি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে-পরেও বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি। আমাদের বিশ্বাস, প্রশাসন আমাদের পাশে থাকলে এ রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’