দেশ

ঘন কুয়াশায় জের, দিল্লিতে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা

কুয়াশার দাপট দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। যার জেরে বাতিল হয়েছে বিমান। একাধিক বিমানের সময়সূচি পরিবর্তনও করতে হয়েছে। এদিন ভোর থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা নেমে যায়। বিমান ছাড়াও ব্যাহত হয় রেল পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায় ভোরে। দুর্ঘটনা এড়াতে একাধিক বিমানের সময়সূচি বদলানো হয়। ধোঁয়াশার কারণে বাতিল হয় একটি বিমান। দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (আইএমডি)। একই চিত্র অমৃতসর, জম্মু ও আগরা বিমানবন্দরেও।