শনিবার বিকেল 4টে নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখা ও মেট্রোর প্রবেশপথের মুখে একটি রেস্তরাঁয় আচমকাই আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছে বলে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা গিয়েছে, রেস্তরাঁর রান্নার জায়গা খোলা জায়গায় ৷ সেখানেই প্রথমে আগুন লাগে৷ পরে তা রেস্তরাঁর আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন রেস্তরাঁর চারদিকে ছড়িয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে সেখানে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। যদিও দমকলের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নয়তো ফুডকোর্টে একের পর এক দোকান থাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত৷ দমকলের তৎপরতায় সেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল।