খেলা

আইএসএলঃ ডার্বিতে ১-০ গোলে ইস্ট বেঙ্গলকে হারালো মোহনবাগান

আইএসএল ডার্বিতে ভাগ্য ফেরে না ইস্টবেঙ্গলের। আইএসএলের বড় ম্যাচে ইস্টবেঙ্গল-মোহনবাগান ১০ বার মুখোমুখি হল। এই নিয়ে বাঙালির আবেগের মহারণ মোহনবাগান জিতে নিল ৯ বার!  নিরাপত্তাজনিত কারণে কলকাতার পরিবর্তে শনিবার আইএসএলের ফিরতি বড় ম্য়াচ হল গুয়াহাটিতে ৷ গ্যালারিতে হাতে গোনা দর্শকের উপস্থিতি বড় ম্য়াচের সঙ্গে বড্ড বেশি অচেনা ৷ কিন্তু যেটা চেনা সেটা হল মোহনবাগান সুপার জায়ান্টের জয় ৷ গত মরশুমে একটি ম্য়াচে ড্র ছাড়া আইএসএল ডার্বিতে হারের ধারা বজায় রাখল লাল-হলুদ ৷ দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোলে গুয়াহাটিতে নির্জীব বড় ম্যাচের ফলাফল বাগানের পক্ষে ১-০৷ ম্য়াচটা আরও বেশি গোলে জিততে পারত সবুজ-মেরুন ৷ ভাঙাচোরা একটা দল কোনওমতে জোড়াতালি দিয়ে নামিয়েছিলেন অস্কার ব্রুজোঁ ৷ তার উপর লাল কার্ড দেখা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলা ইস্টবেঙ্গল এদিন শেষ আধঘণ্টা খেলল দশজনে ৷ কিন্তু সেই সুযোগ তুলে ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হোসে মোলিনার দল ৷ লিগ টপারদের জয় এল দ্বিতীয় মিনিটে অজি বিশ্বকাপারের করা গোলে ৷ পক্ষান্তরে ইস্টবেঙ্গলও পারত সমতায় ফিরতে ৷ যদি না রেফারি আর ভেঙ্কটেশ বাগান বক্সে হ্যান্ডবল দেখেও চুপ থাকতেন ৷ মহামেডান কান্তিরাভায় গিয়ে বেঙ্গালুরুকে হারিয়েছে ৷ সুখবরটা শুনেই ডার্বি যুদ্ধে নেমেছিল সবুজ-মেরুন ৷ কলকাতায় টিভির পর্দায় চোখ রাখা দু’দলের সমর্থকরা তখনও গুছিয়ে বসতে পারেননি বোধহয় ৷ তখনই গোল ম্য়াকলারেনের ৷ আশিস রাইয়ের বাড়ানো বল লাল-হলুদ রক্ষণের ফাঁক দিয়ে জমা পড়ে ম্য়াকলারেনের পায়ে ৷ গোল করতে ভুল করেননি অজি বিশ্বকাপার ৷ তাঁর গতির সামনে হেক্টর ইউস্তে যেন ধীর গতির ইঞ্জিন। প্রথম ডার্বিতে গোলের পাশাপাশি গোল করেছিলেন মিনি ডার্বিতেও ৷ শনিবার ফিরতি ডার্বিতে গোল করেও তাঁর ক্ষমতা নিয়ে সন্দিহান সমর্থকদের আশ্বস্ত করলেন বিশ্বকাপার ৷