সোমবার থেকে অফিস টাইমের ব্যস্ত সময়ে বাড়ছে মেট্রো। ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এক লাফে ১৪টি মেট্রো বাড়ানো হচ্ছে এবং তা বাড়ছে সোমবার ১৩ জানুয়ারি থেকে। শনিবারই কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। শুধু মেট্রোর সংখ্যাই বাড়ছে না, ব্যস্ত সময়ে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ৭ মিনিটের বদলে মেট্রো পাওয়া যাবে ৬ মিনিট অন্তর। আগামী সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে সপ্তাহে ৬ দিন অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত আপ লাইনে ৭টি ও ডাউনে ৭টি (মোট ১৪টি) অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে সকাল ১১টা অর্থাৎ ব্যস্ততম সময়ে এই পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে এই পরিষেবা। প্রথম মেট্রোর সময় অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো, অন্য দিকে ৬টা ৫৫-য় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রোর ক্ষেত্রে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো আগের মতোই রাত সাড়ে ৯টায় ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোরও সময় বদল হচ্ছে না। ৯টা ৪০-এ ছাড়বে তা। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে ৯টা ২৮-এ। ব্লু লাইনে রাতের বিশেষ মেট্রো পরিষেবা আগের মতোই সোম থেকে শুক্রবার রাত ১০টা ৪০-এ পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ব্লু লাইনে সারা দিনে ২৪৮টি মেট্রো চলে। ১৩ তারিখ থেকে বেড়ে তা ২৬২ হবে।