কলকাতা জেলা

আজ রাজ্যজুড়ে বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস উদয্যাপন

আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস রাজ্যজুড়ে পালিত হচ্ছে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষ্যে বিবেকানন্দের জন্মভিটা উত্তর কলকাতার সিমলাতে এবং বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তাঁর পদধূলিধন্য আলমবাজার ও বরানগর মঠ সহ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে মর্যাদার সঙ্গে পালিত হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ, বৃক্ষরোপণ, বই, স্মারক প্রকাশ হবে। সেমিনার, স্মারক বক্তৃতা, প্রদর্শনী সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে জন্মভিটাতে দিনভর হবে অনুষ্ঠান। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ শনিবার জানান, অনুষ্ঠানের তালিকায় থাকছে শোভাযাত্রা, ভক্তিগীতি, বিবেকানন্দ বন্দনা, সেতার, ভজন, ধর্মসভা, শ্রুতিনাটক, জীবন‑বাণী নিয়ে আলোচনা, ভক্ত সম্মেলন, তথ্যচিত্র প্রদর্শন (বিশ্ব চিন্তাবিদদের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ), চিত্র প্রদর্শনী প্রভৃতি। সংস্থার তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান চলবে ১৮ জানুয়ারি। শেষদিন সন্ধ্যায় হবে শ্রুতিনাটক ‘নটি বিনোদিনী’।     এ দিন বেলুড় মঠ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে নানা অনুষ্ঠান শুরু হচ্ছে। মঠ প্রাঙ্গনের মঞ্চে মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ন’টা ১৫ মিনিট নাগাদ। সেখানে সভাপতিত্ব করবেন বেলুড়ের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ। প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এর পর বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন বেলুড় মঠের বিবেকানন্দ বেদ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। সালকিয়া ‘মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠ’–এর ছাত্রীরা উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন। বাংলায় প্রস্তাবনা রাখবেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের স্বামী ঊর্জিতানন্দ। রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যাপীঠের ছাত্ররা স্বদেশমন্ত্র পাঠ করবেন। এর পর থাকছে বেলুড় গার্লস হাই স্কুলের ছাত্রীদের গানের অনুষ্ঠান।রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের বেদাতীতানন্দ হিন্দিতে প্রস্তাব উত্থাপন করবেন। থাকছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রদের গীতি আলেখ্য। চণ্ডীগড় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিৎসক বোধদীপ পাল হিন্দিতে বক্তৃতা করবেন। সিঁথি রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক) হাইস্কুলের ছাত্ররা সঙ্গীত পরিবেশন করবেন। এর পর রয়েছে স্বামী তত্ত্বসারানন্দের সভাপতির ভাষণ। শেষে থাকছে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের ছাত্রদের সমাপ্তি সঙ্গীত।