গত নভেম্বরের শেষদিকে ভিনদেশে মেগা আইপিএল নিলাম নিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছিল চরমে ৷ এরপর আইপিএল কবে শুরু হচ্ছে, তা জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে সামনে এল দিনক্ষণ ৷ আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে কোটিপতি লিগ ৷ মুম্বইয়ে রবিবার বিসিসিআইয়ের বৈঠকের পর জানিয়ে দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ শুধু আইপিএলের দিনঘোষণাই নয় ৷ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোর্ড কবে দলঘোষণা করতে পারে, তারও আভাস দিলেন বোর্ডের সহ-সভাপতি ৷ রাজীব শুক্লা যা জানালেন, তাতে আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি চ্য়াম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য চূড়ান্ত বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ প্রাথমিকভাবে ১২ জানুয়ারি স্কোয়াড ঘোষণার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা বিসিসিআই কয়েকদিন পিছিয়ে দিয়েছে বলে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ এই মর্মে আইসিসি’র কাছে তারা কিছুটা সময় চেয়ে নিয়েছে বলেও শোনা যাচ্ছিল ৷