দেশ

ইডি-কে কেজরিওয়াল-সিসোদিয়ার বিরুদ্ধে মামলা চালাতে অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়ল আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার । তাঁদের বিরুদ্ধে ইডি-কে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে এই অনুমোদন দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা ভি কে সাক্সেনা। এবার অমিত শাহের (Amit Shah) মন্ত্রক ছাড়পত্র দিল। গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কেজরিওয়াল একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রাজ্য সরকারের অনুমতি ছাড়া করা যায় না। এবার কিন্তু আপ সুপ্রিমোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাতে কোনও বাধা নেই। ইডি বার বার দাবি করে এসেছে, দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়ালই ‘কিংপিন’ এবং মূলচক্রী। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। তাঁর তরফে সওয়াল করা হয়, তাঁর বিরুদ্ধে এই চার্জশিট বেআইনি কারণ আগে থেকে রাজ্য প্রশাসনের থেকে আগে থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলায় ইডিকে অনুমোদন নিতে বলে।