চলতি বছরের ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এর জন্য পরীক্ষার্থীরা কবে পাবে অ্যাডমিট তা আজ বুধবার জানিয়ে দিল পর্ষদ। আগামী ৩০ জানুয়ারি এই অ্যাডমিট দেওয়া হবে। ওইদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড বিতরণ। জানা গিয়েছে পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় এই অ্যাডমিট কার্ড বিতরণের জন্য ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে। এবং পর্ষদে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অ্যাডমিট কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তাহলে সেই ব্যাপারে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।
দেওয়া হবে বিশেষ রুলটানা উত্তরপত্র!
এবং পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, তাহলে সেটি যেন স্কুল কর্তৃপক্ষকে লিখিত দরখাস্তের মাধ্যমেই জানানো হয়। আর জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। এদিন পর্ষদ পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণার পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের নিতে নানা নিয়ম জারি করেছে। জানা গিয়েছে চলতি বছরই প্রথমবার বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুলটানা উত্তরপত্র পাঠানো হবে।
ফের অনলাইন রেজিস্ট্রেশন এর সুযোগ
এদিকে ২০২৪ সালে নবম শ্রেণিতে ওঠার পর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল গত বছর ৩১ আগস্ট থেকে। তার পর পড়ুয়াদের আরও দু’দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। আর সেই সময় প্রায় ৯,৩২৬টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তবে এবার সেই সুযোগ আবার আসতে চলেছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত যে সকল পড়ুয়া এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের জন্য আবারও সুযোগ করে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলি। তবে, এ বার বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা হবে না। লেট ফাইন দিতে হবে পড়ুয়াদের। তবেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে স্পষ্ট উল্লেখ পর্ষদের। এছাড়াও চলতি বছর মাধ্যমিকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মানারও নির্দেশ পর্ষদের।