কলকাতা জেলা

আগামী ২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন সম্পূর্ণ বন্ধ ডানকুনি-শিয়ালদহ লোকাল

বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মাঝের রেল ওভারব্রিজটি (আরওবি) দুর্বল হয়ে পড়েছে। ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজটির বয়স প্রায় ৯৫ বছর। নিত্যদিন এর ওপর দিয়ে লাখ লাখ যাত্রী চলাচল করেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অগ্রাধিকারের ভিত্তিতে সেই ব্রিজটিতে স্টিলের গার্ডার বসানোর কাজ শুরু করবে রেল। সেই সূত্রে আগামী ২৩ জানুয়ারি রাত ১২ থেকে ২৭ জানুয়ারি দমদম-ডানকুনি সেকশনে সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে। এই কাজের জন্য চারদিন ধরে ১০০ ঘণ্টা সংশ্লিষ্ট সেকশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। স্বভাবতই ২৩ কিংবা ২৬ জানুয়ারির মতো ছুটির দিনগুলিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ বাড়তে চলছে। এই চারদিন সব মিলিয়ে ১৬০টিরও বেশি লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি গুচ্ছ দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল থাকবে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম। বাতিল দূরপাল্লার ট্রেনগুলি হল কলকাতা-পাটনা গরিব রথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। অন্যদিকে, এই চারদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের বদলে হাওড়া থেকে যাত্রা শুরু করবে। এছাড়া ৩৪টি মেল কিংবা এক্সপ্রেস ট্রেন এই ক’দিন দমদম-নৈহাটি লাইন দিয়ে ঘুরিয়ে চালানো হবে। জানা গিয়েছে, সম্প্রতি এই লাইনে মালগাড়ি যাওয়া আসার সময় অভিজ্ঞ চালকরা ট্র্যাকে কম্পন অনুভব করেন। অফিসাররা লাগাতার এই লাইনের স্বাস্থ্য পরীক্ষা চালান। তারপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে দ্রুততার সঙ্গে শতবর্ষের দোরগোড়ায় থাকা এই রেল ব্রিজের ভিত বদলের সিদ্ধান্ত হয়।