বুধবার তিনটি আলাদা আলাদা ধরনের যুদ্ধজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত ১০ বছরে ভারতের নৌবাহিনীতে ৩৩টি জাহাজ এবং ৭টি সাবমেরিন নিযুক্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “সমুদ্রে মাদক, অস্ত্রপাচার এবং জঙ্গিদের চলাচল রুখে দিয়ে নিরাপত্তা বাজায় রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৷ ভারত এখন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হয়ে উঠছে ৷” প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে কোনও রকম সমস্যার সৃষ্টি হলে ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷ এদিনই প্রথম দেশে তিনটি যুদ্ধজাহাজের একসঙ্গে সূচনা হল – আইএনএস সুরাত, আইএনএস নীলগিরি, আইএনএস বাঘশীর ৷ প্রজেক্ট ১৫বি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রজেক্টের অধীনে চতুর্থ তথা শেষ ডেসট্রয়ার যুদ্ধজাহাজ আইএনএস সুরাত ৷ এই যুদ্ধজাহাজটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং অত্যাধুনিক ৷ এর ৭৫ শতাংশ দেশে নির্মিত ৷ আইএনএস নীলগিরি পি১৭এ স্টিলথ ফ্রিগেট প্রজেক্টের প্রথম যুদ্ধজাহাজ ৷ এর নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনির ওয়ারশিপ ডিজাইন ব্যুরো ৷ পি75 স্করপিন প্রজেক্টের ষষ্ঠ এবং শেষ সাবমেরিন আইএনএস বাঘশীর ৷ এটি তৈরি হয়েছে ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় ৷ প্রধানমন্ত্রী বলেন, “জলসীমা রক্ষা করা, নৌচালনায় স্বাধীনতা এবং সুরক্ষিত বাণিজ্যিক সরবরাহ এবং সমুদ্রপথও গুরুত্বপূর্ণ ৷” তিনি জানান, ভারতের প্রতিরক্ষা খাতে উৎপাদন ১.২৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ একশোটিরও বেশি দেশে প্রতিরক্ষার যন্ত্রপাতি রফতানি করেছে ভারত ৷ এদিকে, মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম সেই রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদি ৷