জেলা

স্যালাইন-কাণ্ডে নবজাতকের মৃত্যু, সিবিআই তদন্তের দাবি

চিকিৎসার গাফিলতির অভিযোগ পিছু ছাড়ছে না মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। প্রসূতি মৃত্যুর পর এবার শিশু মৃত্যু! বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের ৮ দিনের শিশুপুত্রের, যা নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, সিবিআই তদন্ত হোক ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে গত বুধবার মাম্পি সিং (২৩), নাসরিন খাতুন (১৯), মিনারা বিবি (৩১), রেখা সাউ (২৩) ও মামনি রুইদাস সন্তান প্রসব করেন ৷ এর মধ্যে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে গত শুক্রবার। অন্যদিকে মাম্পি সিং, নাসরিন খাতুন ও মিনারা বিবিকে কলকাতা এসএসকেএমে ভর্তি করা হয়েছে৷ কিন্তু, রেখা সাউয়ের অবস্থা গুরুতর না-হওয়ায় তাঁকে ও তাঁর নবজাতককে মেদিনীপুর মেডিক্যালে রেখেই চিকিৎসা চলতে থাকে ৷ আজ, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হয়েছে ৷মৃত নবজাতকের বাবা বলেন, “মেদিনীপুর মেডিক্যালে সিআইডি তদন্ত জারি থাকলেও আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ৷ কী হচ্ছে হাসপাতালে, তা জানা দরকার ৷” প্রসঙ্গত, গত বুধবারই সন্তান প্রসবের পর মেদিনীপুর মেডিক্যালে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন । পাঁচ প্রসূতি 5 শিশুর জন্ম দেন।