কলকাতা

রাজ্যপালকে কেন কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি নবান্নের

কলকাতাঃ রাজভবন-রাজ্য সরকার সংঘাত বজায় থাকল। এবার রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন উঠেছে খোদ রাজ্যের প্রশাসনিক দফতরে। রাজ্যপালের নিরাপত্তায় কেন কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন তুলে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিল নবান্ন। সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তা জেড ক্যাটাগরি করার সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক যে নিরাপত্তা বলয় তৈরি করতে চেয়েছে তাতে ক্ষুব্ধ নবান্ন। পাল্টা নবান্ন থেকে প্রশ্ন তোলা হয়েছে, রাজ্য সরকারকে না জানিয়ে এভাবে রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করল স্বরাষ্ট্র মন্ত্রক? যা নিয়ে চিঠিতে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে চিঠিতে।প্রসঙ্গত, সম্প্রতি নিজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রক আমল না দিলেও দ্বিতীয়বার তদ্বির করেন ধনকর। এরপরই রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি রাজভবনের নিরাপত্তার দায়িত্বও সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, এক তরফাভাবেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়। এমনকি সিদ্ধান্ত নেওয়ার পর তা রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছিল। যা নিয়েই চরম অসন্তুষ্ট রাজ্য সরকার। জানা গিয়েছে পাল্টা চিঠি দিয়ে রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, রাজ্য প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন্দ্রীয় সরকার কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারে? পাশাপাশি রাজ্যপালের নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকার দেখে, সেক্ষেত্রেও প্রশ্ন তোলা হয়েছে নবান্নের তরফে।