জেলা

জিটি রোডের ডাম্পার সঙ্গে ট্যাক্সির সংঘর্ষ, মৃত ২, জখম একাধিক

বালি থানার দেওয়ানগাজি এলাকায় জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি যাত্রীবোঝাই ট্যাক্সিতে ধাক্কা মারে সিমেন্ট মেশানোর ডাম্পার। দুর্ঘটনার জেরে ডাম্পারের নিচে কার্যত দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে যায় হলুদ ট্যাক্সিটি। ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিস ও দমকল বাহিনী। আর্থ মুভার দিয়ে প্রথমে ডাম্পারটিকে সরানো হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে ট্যাক্সির পেছনের অংশ কেটে চালক ও যাত্রীদের বের করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।