বিনোদন

সোনা পাচার কাণ্ডে কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ে বিরুদ্ধে তদন্তে এবার ইডি

:আরও চাপে সোনা পাচার কাণ্ডে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রন্যা রাও। দিন কয়েক আগে ডিআরআইয়ের সঙ্গে যৌথভাবে সোনা পাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই। বৃহস্পতিবার অভিযানে নামল ইডি। সোনা পাচারকে কেন্দ্র করে আর্থিক তছরুপের তদন্ত শুরু করল কেন্দ্রীয় সংস্থা। সেইসূত্রেই এদিন কর্ণাটকের বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই আর্থিক তছরুপ বিরোধী আইনে একটি মামলাও রুজু করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, এই তদন্তের লক্ষ্য হল সোনা পাচারের নেপথ্যে থাকা আন্তর্জাতিক চক্রের পর্দা ফাঁস করা। বিশেষ করে বিমানবন্দরগুলিতে নাম ও ক্ষমতার অপব্যবহার করে সোনা পাচারের যে চেষ্টা চলছে, তা নির্মূল করাও এই তদন্তের উদ্দেশ্য। গত ৩ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে প্রায় ১৫ কেজি সোনা সহ গ্রেপ্তার হন রন্যা। এরপর ডিআরআইয়ের তরফে তাঁকে দফায় দফায় জেরা করা হয়। এরইমাঝে ৬ মার্চ মুম্বই বিমানবন্দর থেকে প্রায় ২২ কেজি সোনা-সহ দুই বিদেশিকে গ্রেপ্তার করা হয়। তারপরই মামলার তদন্ত শুরু করে সিবিআই। সিবিআইয়ের একটি দল বেঙ্গালুরুতে পৌঁছয় আর একটি দল মুম্বইয়ে গিয়ে পাচারের বিষয়টি খতিয়ে দেখে। এবার সিবিআইয়ের সঙ্গে ইডিও একযোগে তদন্ত শুরু করল।