চুক্তিভিত্তিক বাসের চালকদের বেতন বাড়াতে চলেছে রাজ্য। পরিবহণ দপ্তর সূত্রে খবর, চালক হিসেবে পদে যোগ দিলেই দেওয়া হবে ১৬ হাজার টাকা। এতদিন মাসে চালকরা পেতেন ১৩ হাজার টাকা। যেসব চালক ৫ বছর পর্যন্ত চাকরি করেছেন, তাঁরা প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা। ১০ বছর পূর্ণ হয়েছে যে চালকদের, তাঁদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। মেয়াদ ১৫ বছর এবং ২০ বছর হলে বেতন বৃদ্ধি পেয়ে হবে যথাক্রমে ৩১ হাজার এবং ৩৮ হাজার টাকা। জানুয়ারি থেকে এই নতুন বেতন হার কার্যকর হবে এমনটাই জানা গিয়েছে। বর্ধিত বেতনের বকেয়া কর্মীদের এককালীন মিটিয়ে দেওয়া হবে । দীর্ঘদিন থেকেই বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন চুক্তিভিত্তিক বাসের চালকরা। নয়া সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে ৬টি রাষ্ট্রায়ত্ত পরিবহণ নিগমের প্রায় দেড় হাজার চুক্তিভিত্তিক চালক উপকৃত হবেন।
