পাকিস্তানে কয়েকজন সশস্ত্র ব্যক্তির হামলায় প্রাণ হারাল ইসলাম প্রচারক মুফতি আবদুল বাকি নুরজাই। বালোচিস্তানের কোয়েটা বিমানবন্দরে রবিবার রাতে ঘটনাটি ঘটে। কয়েকজন সশস্ত্র ব্যক্তি মুফতিকে লক্ষ্য করে গুলি চালায় বিমানবন্দরে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বলে জানা গিয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা মুফতিকে মেরে সেখান থেকে চম্পট দেয়। পাকিস্তানের পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। মুফতি জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ স্থানীয় নেতা ছিল।
