দেশ পুজো

অযোধ্যায় রামলালার আরতি করতে পারবেন সাধারণ ভক্তরাও! আবেদন করতে হবে ওয়েবসাইটে

এবার ভক্তরা রাম মন্দিরেই বিশেষ সেবা করতে পারবেন রামলালার। উৎসবে অংশগ্রহণের পাশাপাশি, প্রসাদও দিতে পারবেন রাম লালাকে। এমনকী সাধারণ ভক্তরাও এবার থেকে রাম লালার আরতি করার সুযোগও পাবেন। এর জন্য, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন সাধারণ ভক্তরা। সেখান থেকে অনুমোদন পেলে তবেই সেবার সুযোগ মিলবে। ট্রাস্ট এই বিষয়ে একটি পরিকল্পনাও তৈরি করছে ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, দেশ ও বিশ্বের অনেক মানুষ রাম লালার সেবা করতে আগ্রহী। রামলালার আরতি করার পাশাপাশি, ভক্তরা তাঁকে ভোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই বিষয়ে, রাম মন্দির ট্রাস্ট একটি বিস্তারিত স্বচ্ছ পরিকল্পনা তৈরি করবে। ভক্তরা ট্রাস্টের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করে এর অনুমোদন পেতে পারেন। রবিবার, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সব ট্রাস্টিদের বৈঠক হয়। বৈঠকে ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল এবং পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বৈঠকের পর, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক জানান, রাম মন্দিরের কাজ ২০২৫ সালের জুনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। ৯৬ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাম মন্দির কমপ্লেক্সে শবরী নিষাদ রাজ এবং অন্যান্য মন্দিরের কাজ মে মাসের মধ্যে হয়ে যাবে। ট্রাস্টের সাধারণ সম্পাদক জানান, অগস্টের মধ্যে ভগবান শেষাবতারের মন্দিরের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আসন্ন রাম নবমীতে মানস জয়ন্তী উপলক্ষে রাম মন্দির কমপ্লেক্সে অবস্থিত যাত্রী সুবিধা কেন্দ্রে তুলসীদাসের মূর্তি উন্মোচন করা হবে। গত পাঁচ বছরে, ভগবান রামের প্রতি বিশ্বাস প্রকাশ করে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে রুপো উপহার দিয়েছে ভক্তরা। পরিশোধনের জন্য, তা ভারত সরকারের একটি প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে ৯৪৪ কেজি রুপো দেওয়া হয়েছিল। এটি গলানোর পর, ৯২ শতাংশ খাঁটি রুপো পাওয়া গিয়েছে। রাম মন্দির লাগোয়া এলাকায় দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য কম খরচে থাকার ব্যবস্থা করার পরিকল্পনাও করা হয়েছে। ট্রাস্ট পর্যটকদের থাকার ব্যবস্থা করবে। ট্রাস্টের বৈঠকে তা অনুমোদিত হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেন, অনুদানের মাধ্যমে পর্যটন আবাসটি নির্মিত হবে।