বিবিধ

আইপিএল শুরুর আগে আনলিমিটেড অফারের ধামাকা জিও’র

আইপিএলের অষ্টাদশ সংস্করণের ঢাকে কাঠি পড়তে হাতে সময় আর দিনপাঁচেক ৷ এমন সময় আইপিএল অনুরাগীদের জন্য সুখবর দিল জিও ৷ সোমবার সকালে টেলিকম সংস্থার তরফে ঘোষিত হল নয়া ধামাকা অফার ৷ যাকে সংস্থার তরফে নাম দেওয়া হয়েছে ‘আনলিমিটেড অফার’ ৷ রিলায়েন্স জিও এবং ডিজনি সংযুক্তিকরণের পর ভারতীয় মিডিয়া পরিচিত হয়েছে নয়া ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ‘জিওহটস্টার’-এর সঙ্গে ৷ আসন্ন আইপিএলের লাইভ স্ট্রিমিং হবে সেখানেই ৷ অতীতে ‘জিও সিনেমা’ অ্যাপে অনুরাগীরা বিনামূল্য়ে কোটিপতি লিগ দেখার সুযোগ পেলেও এবার সেই সুযোগ আর থাকছে না ৷ আইপিএল দেখতে এবার খরচ করতে হবে গাঁটের কড়ি ৷ শোনা যাচ্ছিল এমনটাই ৷ কিন্তু নির্ঝঞ্ঝাটে দু’মাসব্যাপী আইপিএল যুদ্ধ দেখতে হলে কত টাকার সাবস্ক্রিপশন করতে হবে, এসব ভেবে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সোমবার তাঁগের উদ্বেগের অবসান হল ৷ আইপিএল মরশুমের আগে নয়া ধামাকা অফারে অনুরাগীদের মন জিতে নিল জিও৷ খুব স্বল্প খরচে নির্ঝঞ্ঝাটে আইপিএল দেখতে পাবেন অনুরাগীরা ৷

২৯৯ টাকার ঊর্ধ্বে রিচার্জে আনলিমিটেড ৫জি ডেটা এবং সাবস্ক্রিবশন: নয়া ‘আনলিমিডটেড অফার’ ঘোষণায় জিও জানিয়েছে ব্যবহারকারীরা ২৯৯ টাকা (প্রতিদিন ১.৫ জিবি বা তার বেশি) কিংবা তার উপরে যে কোনও রিচার্জে আনলিমিটেড ৫জি ডেটা পাবেন ৷ একইসঙ্গে তাঁরা পেয়ে যাবেন ৯০ দিনের জন্য জিওহটস্টারের সাবস্ক্রিবশন ৷ স্মার্টফোন হোক কিংবা টেলিভিশন, 4K রেজোলিউশনে দশ দলের আইপিএল যুদ্ধ উপভোগ করতে পারবেন অনুরাগীরা ৷ এখানেই শেষ নয়, একই রিচার্জে ৫০ দিনের জন্য ফ্রি হোম ওয়াই-ফাই ট্রায়ালের সুবিধাও পাবেন অনুরাগীরা ৷

কতদিন পর্যন্ত থাকছে অফার: জিও’র এই অফার ১৭ মার্চ অর্থাৎ, আজ থেকেই শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত ৷ এই সময়কালের মধ্যে রিচার্জ করলে অথবা নয়া জিও সিম কিনলে এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ তবে জিওহটস্টারের প্যাকের ৯০ দিনের মেয়াদ শুরু হবে ২২ মার্চ অর্থাৎ, আইপিএলের প্রথম ম্য়াচের দিন থেকে ৷

যাঁদের রিচার্জ রয়েছে তাঁরা কী করবেন: ১৭ মার্চের আগে ২৯৯ টাকা বা বেশি মূল্যের প্ল্যান যে সকল উপভোক্তাদের উপলব্ধ রয়েছে তাঁরাও যাতে এই সুবিধার আওতায় আসতে পারেন, তাও ভেবে রেখেছে মুকেশ আম্বানি অধীনস্থ টেলিকম সংস্থা ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের ১০০ টাকা মূল্যের অ্যাড-অন রিচার্জ করতে হবে ৷ তাহলেই নয়া ‘আনলিমিটেড অফার’-এর আওতায় চলে আসবেন তাঁরা ৷

https://twitter.com/RIL_Updates/status/1901509145511227562