খেলা

DC Vs LSG: আশুতোষের ঝোড়ো ব্যাটিং, শেষ ওভারে অবিশ্বাস্য জয় দিল্লি ক্যাপিটালসের

আশুতোষ শর্মার ঝোড়ো ব্যাটিং দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। এদিন ২১০ রানের লক্ষ্যমাত্রা। আর সেই রান তাড়া করতে নেমে একটা সময় দিল্লির ৫ উইকেট পড়ে গিয়েছিল ৬৫ রানের মাথায়। কিন্তু সেখান থেকেই খেলার মোড় ঘুরিয়ে দিলেন তাঁরা দুজন। একজন আশুতোষ শর্মা ও দ্বিতীয়জন বিপরাজ নিগম। দুজনে মিলে বিশাপত্তনমের ২২ গজে ঝড় তুললেন। আর সেই ঝড়েই স্বপ্নভঙ্গ হয়ে গেল লখনউ সুপারজায়ান্টসের। যেই ম্য়াচ হারতে বসেছিল ঘরের মাঠে দিল্লি, সেই ম্য়াচ একার হাতে জিতিয়ে দিলেন ২ ভারতীয় তরুণ ব্যাটার। ৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস।  এত বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রয়োজন ছিল একটা বড় পার্টনারশিপের। জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ফাফ ডু প্লেসি। দুজনেই এবার প্রথম এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলছেন। কিন্তু কেউই রান পেলেন না। জ্যাক ১ রান করে আউট হলেন শার্দুলের বলে। সেই ওভারেই খাতা খোলার আগেই ফিরলেন অভিষেক পোড়েলও। এদিন টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় দিল্লি। সুবিধা করতে পারেনি আইডেন মার্করাম। দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরান। দু’জনেই বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৬ বলে ৭২ করেন মার্শ। ৩০ বলে ৭৫ রান করেন পুরান। দু’জনের ব্যাটে ভর করে দুশোর গণ্ডি পেরোয় লখনউ। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৭ রান যোগ করেন ডেভিড মিলার। তবে ম্যাচের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল, ২৭ কোটির ঋষভ পন্থ ফেরেন শূন্যতে। রানের খাতা খুলতে পারেনি লখনউয়ের অধিনায়ক। তিন উইকেট নেন মিচেল স্টার্ক, জোড়া উইকেট কুলদীপ যাদবের। রান তাড়া করতে নেমে ফ্লপ দিল্লির টপ অর্ডার। একমাত্র ২৯ রান করেন ফাফ‌ ডু’প্লেসি। পাঁচে নেমে ২২ করেন অক্ষর প্যাটেল। ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। এই জায়গা থেকে প্রত্যাবর্তন কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু দিল্লিকে জেতায় লোয়ার অর্ডার। ছয়, সাত এবং আট নম্বরে নেমে যথাক্রমে রান পান ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগম। তারমধ্যে নায়ক আশুতোষ। স্নায়ু ধরে রেখে শেষপর্যন্ত উইকেটে থেকে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন।