বিনোদন

প্রয়াত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন

প্রয়াত বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী সন্‌জীদা খাতুন । মঙ্গলবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।  ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁকে তাঁর বাড়িতে গিয়ে এই পুরস্কার দিয়ে আসা হয়েছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম পুরস্কার দিয়েছিল। এছাড়াও পেয়েছেন অনেক পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি।