দেশ

দেশের বিরোধী নেতাদেরও উপত্যকায় প্রবেশ করতে দেওয়া উচিত, দাবি ইইউ সাংসদের

ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ প্রতিনিধিরা দেশের বিরোধী নেতাদেরও সমর্থন করল। ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ নিকোলাস ফেস্ট জানিয়েছেন, বিদেশি প্রতিনিধিদের মতো ভারতের বিরোধী নেতাদেরও উচিত উপত্যকা সফরে আসা। এখানে অসামঞ্জস্যতা রয়েছে। প্রসঙ্গত মঙ্গলবারই উপত্যকা সফরে গিয়েছিলেন ইইউয়ের প্রতিনিধিরা। ইইউ-এর সাংসদ বলেন, ‘‌আমার মনে হয় সরকার যদি জম্মু-কাশ্মীরে ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ প্রতিনিধিদের ঢুকতে দেন, তবে নিশ্চয়ই ভারতের বিরোধী দলের নেতাদেরও সেখানে ঢুকতে দেওয়া উচিত। এখানে কিছু আসামঞ্জস্যতা রয়েছে। সরকারের উচিত তা স্পষ্ট করে

বলা।’‌  ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদের একটি দল মঙ্গলবার সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক নএবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই রাজ্যের কয়েকটি অংশে সফরকালের শেষে ডাল লেকে গিয়ে সেখানকার শিকারায় করে ভ্রমণ করেন তাঁরা। সরকার এই প্রথমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে একটি আন্তর্জাতিক দলকে প্রবেশের অনুমতি দিল।