কোচবিহারঃ কোচবিহারে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা নিশীথ প্রামাণিকের প্রার্থীপদ নিয়ে রীতিমত ক্ষোভ উঠে আসছে পদ্মশিবিরের তরফে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতেই কোচবিহারে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। শোনা যাচ্ছে, প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপি প্রার্থী হিসাবে মেনে না নিয়ে, কোচবিহার জেলা বিজেপি নিজেদের তরফে প্রার্থী দিতে চলেছে লোকসভা নির্বাচনে। নিশীথ প্রামাণিককে প্রার্থী ঘোষণার পরই কোচবিহারের বিজেপি অফিসে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান বিজেপি কর্মীরাই। দলের জেলা সভাপতি মালতী রাভাকে অফিসে আটকে রেখে চলে বিক্ষোভ। হেঁটে বাড়ি ফিরতে হয় জেলা সভাপতিকে ৷ নিশীথ প্রামাণিক কয়েকমাস আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি কর্মীদের প্রশ্ন, নতুন দলে আসা কাউকে কেন প্রার্থী করা হল? কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত তাই মানতে নারাজ কোচবিহারের বিজেপি কর্মীরা। সিদ্ধান্ত না বদল হলে জেলার একাধিক নেতৃত্ব পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে।