দেশ

বৃষ্টি হলেও দিল্লির দূষণের পরিস্থিতি বদলায়নি, কোপ বিমান পরিষেবায়

নয়াদিল্লিঃ পরিবেশ বিশেষজ্ঞরা ভেবেছিলেন, বৃষ্টি হলে দিল্লির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। কিন্তু  শনিবার বিকেলে হালকা বৃষ্টির রাজধানী দিল্লির দূষণের পরিস্থিতি বদলায়নি এতটুকু। বরং আরও মারাত্মক হয়েছে ধোঁয়াশা। ফের ৬০০ ছাড়িয়েছে বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স, দূষণের পরিভাষায় যা মারাত্মক ক্ষতিকর। আজ সকালে দুষণের মাত্রা আরও বেড়েছে। গতকাল ৪০৭ থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই বেড়ে হয়েছে ৬২৫। যার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমেছে। দৃশ্যমান্যতা কম থাকার কারণে শহরে যান চলাচলে প্রভাব ফেলেছে। দিল্লির পাশ্ববর্তী এলাকাগুলির পরিস্থিতিও ভালো নয়। নয়ডায় মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। এদিকে আগামীকাল থেকেই দিল্লিতে লাগু হচ্ছে ‘অড-ইভেন’ পদ্ধতি। দিল্লির দূষণ নিয়ে পঞ্জাব বা হরিয়ানা থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দুই রাজ্যে কৃষকদের খড় পোড়ানোর কারণেই প্রতিবার শীতকালে দিল্লি এবং আশপাশের অঞ্চলে দূষণের মাত্রা চরমে ওঠে। পশ্চিম দিল্লির ধীরপুরে দূষণের মাত্রা ছিল ৫০৯ এবং দিল্লি বিশ্ববিদ্যালয় অঞ্চলে এটি ছিল ৫৯১। দিল্লির বিখ্যাত চাঁদনি চক এলাকায় একিউআই ছিল ৪৩২। লোধি রোডে ৫৩৭। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদে দূষণের মাত্রা ছিল ৪০০ থেকে ৭০৯ এর আশপাশে। রবিবার সকালে, দৃশ্যমান্যতা কম থাকার কারণে প্রভাব পড়েছে বিমান চলাচলে। বিমান সংস্থাগুলি টুইট করে যাত্রীদের ফ্লাইটের সময়সূচী পরিবর্তনের বিষয়ে জানিয়েছে। এয়ার ইন্ডিয়া টুইট করে বলেছে যে দিল্লির আবহাওয়ার কারণে তাদের বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।