কলকাতা

‌পয়লা জানুয়ারি থেকেই ইউজিসির সংশোধিত বেতনক্রম চালু হচ্ছে, ঘোষণা মমতার

কলকাতাঃ পুজোর আগে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করে রাজ্য সরকার। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন। পুজো মিটতেই এবার ইউজিসি হারে বেতনের ঘোষণা। সেটাও লাগু হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। এরিয়ারের বদলে এই বর্ধিত বেতন দেওয়া হবে তাঁদের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকেই রাজ্য সরকার ইউজিসি–র সংশোধিত বেতনক্রম কার্যকর করে দেবে রাজ্যের উপাচার্য, অধ্যাপকদের জন্য। সেই নতুন বেতনক্রম অনুযায়ী, ২০১৬–র জানুয়ারি থেকে ২০২০ পর্যন্ত পরপর চার বছরে সবার তিন শতাংশ করে বেতনবৃদ্ধি হবে। শুধু পূর্ণ সময়ের অধ্যাপকদের কথাই নয়, অতিথি অধ্যাপক, আংশিক সময়ের অধ্যাপক এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের কথাও ভেবেছে রাজ্য সরকার। তাঁদেরও বেতন অতিরিক্ত ৫০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এছাড়া অবসরের পর পেনশন না থাকায়, তাঁদের যে তিন লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করল রাজ্য সরকার। এই নতুন বেতনক্রমের জন্য রাজ্যকে অতিরিক্ত ১০০০ কোটি টাকার বেশি অর্থ জোগাড় করতে হবে বলেও এদিন জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রের বেতনক্রম ভিন্ন। ফলে রাজ্যের কর্মীদের কেন্দ্রের হারে বেতন দাবি করলে তা সবসময় পূরণ করা সম্ভব নয়। মমতা বললেন, ‘‌আমাদের গরিবের সরকার। আমি যতটা পারলাম করলাম। কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে। আমাদের নেই। ৫০০০০ কোটি টাকা দেনা শোধ করেও এটা করলাম। কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ আগামী পয়‌লা জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মীদের সঙ্গেই বেতনবৃদ্ধি হল রাজ্যের অধ্যাপকদেরও।  উল্লেখ্য, শুধু অধ্যাপকদের নয়, গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষক অর্থাৎ স্টেট এইডেট শিক্ষকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, “গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষকদের ৫ হাজার টাকা মাসমাইনে বাড়বে”। মমতা আরও বলেন, “আমরা গরীব সরকার, এবছর ৫০ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। কাজেই আমারা আমাদের সামর্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি।” তাঁর কথায়, “একবারেই সব দেওয়া সম্ভব নয়, ভাল করে কাজ করুন, ধৈর্য ধরুন। ধাপে ধাপে উন্নতি করছে বাংলা।”

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1353753384793659/