কলকাতা

অর্জুনের গড়ে ধস, ভাটপাড়া পৌরসভার ১২ জন বিজেপি কাউন্সিলরের তৃণমূলে ‘‌ঘর-ওয়াপসি’

কলকাতাঃ ভাটপাড়া পৌরসভা দখলে নেবার কথা জানিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ আজ তৃণমূল ভবনে পুরমন্ত্রী ববি হাকিমের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন ১২ জন দলত্যাগী কাউন্সিলর। ৩৩ আসনের ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল ১৭। আগে থেকেই তৃণমূলে ৫ জন কাউন্সিলর ছিলেন। ফলে পৌরসভায় ফের সংখ্যালঘু হয়ে পড়ল অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং পরিচালিত বিজেপি বোর্ড। গতকালই দুই সি.আই.সি মদন মোহন ঘোষ এবং মনোজ গুহ পদত্যাগ করেন। তখনই রাখঢাক না রেখে ভাটপাড়ার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ জানান যে তাঁরা বিজেপিতে হাপিয়ে উঠেছেন। তাই পুরনো দলেই ফিরবেন। আজ তৃণমূল ভবনে ১২ জন কাউন্সিলরের তৃণমূলে ফিরে আসার মধ্যে দিয়ে অর্জুনের নিজের গড় ভাটপাড়াতেও বিজেপিতে ভাঙন ধরাতে সক্ষম হল তৃণমূল নেতৃত্ব।  নিজের এলাকায় জোড়া ধাক্কার পর দাপুটে নেতা অর্জুন এরপর কী করেন, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।